Ajker Patrika

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ছাড়িয়েছে ৪৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তির সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৫১৪ জন ডেঙ্গু রোগী। তবে ডেঙ্গু আক্রান্ত আর কেউ মারা যায়নি।

চলতি বছরে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ২০৬ জন। এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছে ১৮৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৭৫ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১১১ জন, ময়মনসিংহে ১৫, চট্টগ্রামে ৯০, রাজশাহীতে ৮ এবং বরিশালে ১১৫ জন। বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৭৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর চলতি সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ আক্রান্তদের নিয়ে এ মাসে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩০ জন। এর আগে জুলাইয়ে এক মাসে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন ভর্তি হয়।

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বেশি সেপ্টেম্বরে। এ মাসে এখন পর্যন্ত মারা গেছে ৬৬ জন। এর আগে জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ এবং আগস্টে ৩৯ জন মারা যায়। তবে মার্চে কারও মৃত্যু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

নেছারাবাদে ছেলের গলায় দাও ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত