Ajker Patrika

৩ ধরনের হার্টের রিংয়ের দাম ২০ হাজার টাকা পর্যন্ত কমছে

আপডেট : ২৫ জুন ২০২৩, ২১: ৩১
৩ ধরনের হার্টের রিংয়ের দাম ২০ হাজার টাকা পর্যন্ত কমছে

যুক্তরাষ্ট্রের তৈরি দুটি প্রতিষ্ঠানের তিন ধরনের হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে দুটি রিংয়ের নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। 

আজ রোববার বিকেলে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান। 

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ, বোস্টন সায়েন্টিফিক—এই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়। আলোচনার পর দুটি প্রতিষ্ঠান তাদের তিনটি রিংয়ের দাম কমানো ঘোষণা দেয়।’

মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘অ্যাবোট ল্যাবরেটরিজের তৈরি রিং জায়েন্স প্রাইমের ভিত্তিমূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার হয়েছে, এক্সপেডিশনের বর্তমান ভিত্তিমূল্য ৮৩০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার হবে। বোস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রাইমার নামে একটি রিংয়ের ভিত্তিমূল্য ৫৭০ ডলার থেকে কমে ৪৭০ ডলার হবে। তবে এক্সপেডিশনের দাম সেপ্টেম্বরেই কমবে না। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে দাম কমিয়ে ৬০০ ডলারে নিয়ে আসবে।’ 

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রিংয়ের দাম কমানোর জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক হয়। সেই সময়ে তাঁদের রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানগুলো এসব রিং ভারতে আরও কম দামে সরবরাহ করার বিষয়টি নজরে আনলে তাঁরা জানান, ভারতে অনেক বড় বাজার, যেখানে খরচ কম। আমাদের এখানে বাজার ছোট বলে তাদের পরিচালনা ব্যয় বেশি হয়ে থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত