Ajker Patrika

৩ ধরনের হার্টের রিংয়ের দাম ২০ হাজার টাকা পর্যন্ত কমছে

আপডেট : ২৫ জুন ২০২৩, ২১: ৩১
৩ ধরনের হার্টের রিংয়ের দাম ২০ হাজার টাকা পর্যন্ত কমছে

যুক্তরাষ্ট্রের তৈরি দুটি প্রতিষ্ঠানের তিন ধরনের হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে দুটি রিংয়ের নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। 

আজ রোববার বিকেলে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান। 

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ, বোস্টন সায়েন্টিফিক—এই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়। আলোচনার পর দুটি প্রতিষ্ঠান তাদের তিনটি রিংয়ের দাম কমানো ঘোষণা দেয়।’

মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘অ্যাবোট ল্যাবরেটরিজের তৈরি রিং জায়েন্স প্রাইমের ভিত্তিমূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার হয়েছে, এক্সপেডিশনের বর্তমান ভিত্তিমূল্য ৮৩০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার হবে। বোস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রাইমার নামে একটি রিংয়ের ভিত্তিমূল্য ৫৭০ ডলার থেকে কমে ৪৭০ ডলার হবে। তবে এক্সপেডিশনের দাম সেপ্টেম্বরেই কমবে না। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে দাম কমিয়ে ৬০০ ডলারে নিয়ে আসবে।’ 

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রিংয়ের দাম কমানোর জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক হয়। সেই সময়ে তাঁদের রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানগুলো এসব রিং ভারতে আরও কম দামে সরবরাহ করার বিষয়টি নজরে আনলে তাঁরা জানান, ভারতে অনেক বড় বাজার, যেখানে খরচ কম। আমাদের এখানে বাজার ছোট বলে তাদের পরিচালনা ব্যয় বেশি হয়ে থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত