Ajker Patrika

কোমরব্যথা মানেই কিডনির সমস্যা নয়

ডা. মোহাম্মদ ইব্রাহিম হোসেন
কোমরব্যথা মানেই কিডনির সমস্যা নয়

মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। তাই কিডনির সামান্য কোনো সমস্যায় অত্যন্ত খামখেয়ালি ব্যক্তিও চিন্তিত হয়ে পড়েন। কোমরের দুই পাশে পেছনের দিকে দুটি কিডনি থাকে। তাই কোমর বা পিঠে ব্যথা হলে বেশির ভাগ মানুষ ভয় পেয়ে যান, কিডনিতে কোনো সমস্যা হলো কি না, তা ভেবে।

এ জন্য অনেকেই কিডনি বিশেষজ্ঞ অথবা ইউরোলজি চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু মনে রাখতে হবে, বেশির ভাগ কোমর বা পিঠের ব্যথা কিডনি রোগের জন্য হয় না। তাই একজন চিকিৎসক যখন কোনো রোগীর কিডনি স্বাভাবিক পান, তখন তিনি ব্যথার জন্য রোগীকে সে বিষয়ের চিকিৎসকের কাছে পাঠিয়ে থাকেন। ফলে কোমর বা পিঠে ব্যথার সঠিক কারণ জানা যায় এবং রোগী সঠিক চিকিৎসা পান। কিডনি থেকে কোমরব্যথা হচ্ছে কি না, তা বোঝার কয়েকটি সাধারণ লক্ষণ আছে।

লক্ষণ

  • কোমরব্যথার পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বর আসে, বমি হওয়া।
  • কোমরব্যথার সঙ্গে সঙ্গে প্রস্রাবে জ্বালাপোড়া থাকে, প্রস্রাবের সময় প্রস্রাবের রাস্তায় ও তলপেটে ব্যথা হওয়া। এসব লক্ষণ থাকলে ধরে নেওয়া যেতে পারে, রোগীর প্রস্রাবে ইনফেকশন আছে। সে জন্যও কোমরব্যথা হতে পারে।
  • কোমরের রেনাল অ্যাঙ্গেলে চাপ দিলে ব্যথা অনুভব হওয়া।
  • কোমরব্যথা চাপ দিয়ে ধরে ও ছাড়ে এমন হওয়া।
  • শোয়া, বসা, হাঁটা, দাঁড়ানো এসবের কোনো কিছুর সঙ্গে ব্যথার কোনো সম্পর্ক না থাকা, অর্থাৎ সব অবস্থাতেই ব্যথা হওয়া।
  • ব্যথা কোমর থেকে কুঁচকির দিকে, পুরুষের ক্ষেত্রে অণ্ডকোষের দিকে যাওয়া এবং মাঝেমধ্যে এ রকম সমস্যা হওয়া।
  • প্রস্রাবের সঙ্গে রক্ত, পাথর বা পুঁজ যাওয়া।
  • সামনের দিকে ঝুঁকে কাজ করা, একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসার সঙ্গে ব্যথার সম্পর্ক থাকা অথবা ঘুম থেকে ওঠার পর বেশি ব্যথা অনুভব হওয়া।

মনে রাখতে হবে, কিডনিতে অথবা মূত্রনালির পাথরের ব্যথা যেকোনো সময় শুরু হতে পারে। ভারী কাজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

লেখক: সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল 
মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত