কুমিল্লা প্রতিনিধি
এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কুমিল্লা সদর উপজেলায় মো. সোহরাব হোসেন বিপ্লব (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে সাড়ে ১৬ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যবসায়ী মো. কাজী ওমর শরীফ সোহেলকে (৩২) উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, ৭ জানুয়ারি সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর এলাকার কাজী আব্দুর রকিবের ছেলে মো. কাজী ওমর শরীফ সোহেল নিখোঁজ হন। এর পরিপ্রেক্ষিতে সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি ও র্যাব কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর পিতা কাজী আব্দুর রকিব। অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব তদন্তে নামে। গত সোমবার রাতে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহরাব হোসেন বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের বাসিন্দা। বিপ্লব নগরীর রেইসকোর্স ধানমন্ডি সড়ক এলাকায় ভাড়া থাকতেন। বিপ্লবকে ১৬ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাজী ওমর শরীফ সোহেলকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ব্যবসায়ী মো. কাজী ওমর শরীফ সোহেলের সঙ্গে সোহরাব হোসেন বিপ্লবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিপ্লব জানতেন কাজী ওমর শরীফ সোহেল অর্থনৈতিকভাবে একজন সচ্ছল ব্যক্তি ও সরল মনের মানুষ। সেই সুবাদে তাঁর সঙ্গে আরও গভীরভাবে সম্পর্ক তৈরি করাসহ কতিপয় কিছু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খুব সহজেই অর্থনৈতিক সুবিধা পাওয়ার লোভ দেখান। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি লাভজনক ব্যবসার কথা বলে বিপুল পরিমাণ টাকা নিয়ে তাঁর কাছে চলে আসতে বলেন। কাজী ওমর শরীফ বিপ্লবের কথার প্রলোভনে পড়ে নগদ ১৭ লাখ টাকা নিয়ে রেসকোর্স বিপ্লবের বাসায় যান। এ সুযোগে বিপ্লব অর্থ আত্মসাৎ করার জন্য কাজী ওমর শরীফকে খাবারে সঙ্গে ঘুমের ওষুধসহ বিভিন্ন প্রকার ওষুধ সেবন করিয়ে অচেতন করে বাড়িতে রাখেন। পরে ব্যবসায়ীর পরিবার তাঁর খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি ও র্যাবের কাছে লিখিত অভিযোগ করে। বিষয়টি টের পান বিপ্লব। পরে তিনি কাজী রহিমকে সরিয়ে অচেতন অবস্থায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা এলাকায় ফেলে রেখে নিজে বাসায় চলে আসেন।
এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কুমিল্লা সদর উপজেলায় মো. সোহরাব হোসেন বিপ্লব (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে সাড়ে ১৬ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যবসায়ী মো. কাজী ওমর শরীফ সোহেলকে (৩২) উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, ৭ জানুয়ারি সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর এলাকার কাজী আব্দুর রকিবের ছেলে মো. কাজী ওমর শরীফ সোহেল নিখোঁজ হন। এর পরিপ্রেক্ষিতে সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি ও র্যাব কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর পিতা কাজী আব্দুর রকিব। অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব তদন্তে নামে। গত সোমবার রাতে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহরাব হোসেন বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের বাসিন্দা। বিপ্লব নগরীর রেইসকোর্স ধানমন্ডি সড়ক এলাকায় ভাড়া থাকতেন। বিপ্লবকে ১৬ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাজী ওমর শরীফ সোহেলকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ব্যবসায়ী মো. কাজী ওমর শরীফ সোহেলের সঙ্গে সোহরাব হোসেন বিপ্লবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিপ্লব জানতেন কাজী ওমর শরীফ সোহেল অর্থনৈতিকভাবে একজন সচ্ছল ব্যক্তি ও সরল মনের মানুষ। সেই সুবাদে তাঁর সঙ্গে আরও গভীরভাবে সম্পর্ক তৈরি করাসহ কতিপয় কিছু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খুব সহজেই অর্থনৈতিক সুবিধা পাওয়ার লোভ দেখান। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি লাভজনক ব্যবসার কথা বলে বিপুল পরিমাণ টাকা নিয়ে তাঁর কাছে চলে আসতে বলেন। কাজী ওমর শরীফ বিপ্লবের কথার প্রলোভনে পড়ে নগদ ১৭ লাখ টাকা নিয়ে রেসকোর্স বিপ্লবের বাসায় যান। এ সুযোগে বিপ্লব অর্থ আত্মসাৎ করার জন্য কাজী ওমর শরীফকে খাবারে সঙ্গে ঘুমের ওষুধসহ বিভিন্ন প্রকার ওষুধ সেবন করিয়ে অচেতন করে বাড়িতে রাখেন। পরে ব্যবসায়ীর পরিবার তাঁর খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি ও র্যাবের কাছে লিখিত অভিযোগ করে। বিষয়টি টের পান বিপ্লব। পরে তিনি কাজী রহিমকে সরিয়ে অচেতন অবস্থায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা এলাকায় ফেলে রেখে নিজে বাসায় চলে আসেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪