Ajker Patrika

ভোটে জিতে ভূরিভোজ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০: ৩৮
ভোটে জিতে ভূরিভোজ

ভূরিভোজের আয়োজন করেছিলেন নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। গতকাল সোমবার ওয়ার্ডের পাঁচ হাজার মানুষকে ভূরিভোজ করান তিনি। এতে ওয়ার্ডজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন সবুর উদ্দিন। বিজয়ের আনন্দে তিনি নিজ বাড়িতে গতকাল ভোজের আয়োজন করেন। ওয়ার্ডসহ আশপাশের এলাকার পাঁচ হাজার মানুষ ভোজে অংশ নেন। এতে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

এলাকাবাসী জানান, সবুর উদ্দিন এক লাখ টাকা দিয়ে একটি ষাঁড় কেনেন। পরে গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় তা জবাই করে ১০টি চুলায় খিচুড়ি রান্না করা হয়। আর হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য ১০০ কেজি মুরগি দিয়ে আলাদাভাবে খিচুড়ি রান্না করা হয়। খাওয়া-দাওয়া শুরু হয় সকাল ৯টা থেকে, যা দুপুর পর্যন্ত চলে।

বিজয়ী সবুর উদ্দিন বলেন, ‘৮ নম্বর ওয়ার্ডের জনগণের ভোটে আমি বিজয়ী হয়েছি। যার কারণে সবাইকে নিয়ে এক বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে প্রায় পাঁচ হাজার মানুষ সকাল থেকে খাবারে অংশ নেন। আমি সবাইকে খাওয়াতে পেরে খুবই খুশি হয়েছি। এটি আমার আরেকটি বিজয়।’

ভোজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজিজুল হক, কলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও অন্য ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত