Ajker Patrika

মুলাদীতে পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ৫৭
মুলাদীতে পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন

মুলাদীতে কর্মী সম্মেলন করেছেন পৌর ছাত্রদল নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মল্লিক বাড়ি সংলগ্ন বালুর মাঠে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা-কর্মীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বলে জানিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদল আহ্বায়ক সোহানুর রহমান সোহান।

পৌর ছাত্রদল সদস্যসচিব কবির মোল্লার সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কালাম মল্লিক, নাসির উদ্দীন হাওলাদার, সবুজ সরদার, বরিশাল উত্তর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সদস্যসচিব রুবেল মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা আফজাল হোসেন, সেন্টু হাওলাদার, সাইফুল সিকদার, বরিশাল জেলা ছাত্রদলের সহসম্পাদক নেছার উদ্দীন শোয়েব, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি নজরুল সিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দীন হাওলাদার, ইসমাইল সরদার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত মল্লিকসহ পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত