Ajker Patrika

নারী দিবসে আলোচনা সভা শোভাযাত্রা ও সম্মাননা

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২: ৩৭
নারী দিবসে আলোচনা সভা শোভাযাত্রা ও সম্মাননা

বরিশাল নগর ও বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে গতকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে।

বরিশাল নগর: আন্তর্জাতিক নারী দিবসে বরিশালের নির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও অধ্যাপিকা শাহ সাজেদা।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

আগৈলঝাড়া: আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চত্বরে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু প্রমুখ।

বাবুগঞ্জ: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

হিজলা: বেলা সাড়ে ১১টার সময় উপজেলা মিলনায়তনে নারী দিবস উপলক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

এলাকার খবর
Loading...