Ajker Patrika

মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় জরাজীর্ণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ৫৪
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় জরাজীর্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের টিনশেড কার্যালয়টি জরাজীর্ণ অবস্থায় পাঁচ বছর ধরে পড়ে থেকে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। ফলে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের সাংগঠনিক কার্যক্রম করতে পারছেন না। মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা কার্যালয়টি দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, বাংলার হাট বাজারের পশ্চিম দিকে গরু হাটিতে ২০১০ সালে নিজেদের অর্থায়নে কার্যালয়টি স্থাপন করা হয়। পরে আসবাবপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র সংযোজন করে ব্যবহার উপযোগী করা হয়। বাঁশের বেড়া দিয়ে তৈরি টিনশেড কার্যালয়টি কয়েক বছর চলার পর সংস্কারের অভাবে ভেঙে পড়ে। এখন শুধু বাঁশের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। এখন এর চত্বর ময়লার আবর্জনার স্তূপ এবং গণশৌচাগারে পরিণত হয়েছে।

নাওডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, ‘অনেক কষ্টে ঘরটি নির্মাণ করেছি। আগে সংগঠনটির কার্যক্রম চলতো। আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় কার্যক্রম আগের মতো নেই। এখন কেউ আসেও না। তাই দীর্ঘদিন পড়ে থাকায় ঘরটি নষ্ট হয়ে জরাজীর্ণ অবস্থায় আছে।’

ফুলবাড়ী ইউএনও সুমন দাস বলেন, সামনের বরাদ্দে এটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত