Ajker Patrika

কৃষির উন্নয়নে উদ্ভিদবিজ্ঞানে জোর দিতে হবে : প্রতিমন্ত্রী

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
কৃষির উন্নয়নে উদ্ভিদবিজ্ঞানে জোর দিতে হবে : প্রতিমন্ত্রী

‘আধুনিক কৃষি এসেছে অর্থনৈতিক উদ্ভিদবিজ্ঞান থেকে। বর্তমানে পরিমাণের চেয়ে গুণগত মানের গুরুত্ব বেশি। কৃষির উন্নয়নের জন্য উদ্ভিদ বিজ্ঞান ও শারীরবিদ্যার ওপর জোর দিতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা অর্জন করতে উদ্ভিদের পুষ্টির যথাযথ ভারসাম্য নিশ্চিত করতে হবে।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল শনিবার সকালে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী সম্মেলন ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এবার সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই পরিবেশ এবং খাদ্যনিরাপত্তার জন্য উদ্ভিদ’।

প্রতিমন্ত্রী বলেন, ‘টেকসই কৃষি অর্জনের লক্ষ্যে পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমাদের যথেষ্ট যত্নবান হতে হবে এবং তা টিকিয়ে রাখতে হবে। কৃষিতে আমাদের সমসাময়িক সমস্যাগুলো সমাধানের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’

বিএসপিএসটির আহ্বায়ক এবং বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে এবং অধ্যাপক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহিদুর রহমান ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া, বিএসপিএসটির সদস্যসচিব এবং বশেমুরকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ড. মো. আবদুল বাসেত মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. মো. আব্দুল বাসেত মিয়া। মূল বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। দেশ এবং দেশের বাইরের দুই শতাধিক বিজ্ঞানী ও শিক্ষক-শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণকারীরা উদ্ভিদ শারীরবৃত্তীয়, বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য ও সংরক্ষণ, ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ এবং জলবায়ু নিয়ে আলোচনা করবেন। স্মার্ট কৃষির বিভিন্ন বিষয়ের ওপর তিনটি টেকনিক্যাল অধিবেশনে মোট ৪২টি গবেষণা পত্র এতে উপস্থাপিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত