Ajker Patrika

সয়াবিনের খেতে পানি হতাশ হিজলার কৃষক

মুলাদী ও হিজলা (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১২: ১৬
সয়াবিনের খেতে পানি হতাশ হিজলার কৃষক

সয়াবিন তেলের দাম আকাশছোঁয়া। এরই মধ্যে সয়াবিনের ভালো ফলনে খুশি বরিশালের হিজলা উপজেলার কৃষকেরা। কিন্তু বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে সয়াবিন। ফলে আধা পাকা-পাকা সয়াবিন ঘরে তুলতে পারেননি অনেক কৃষক।

জানা গেছে, উপজেলার কৃষকের বেসরকারি সংস্থাসহ নানান জায়গা থেকে ঋণ নিয়ে সয়াবিনসহ বিভিন্ন ফসল চাষ করেন। ফসল তোলার পরে ঋণ শোধ করার আশা ছিল তাঁদের। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, হিজলা উপজেলার মেমানিয়া, হরিনাথপুর, হিজলা গৌরব্দী ও ধুলখোলা ইউনিয়নে এ বছর প্রায় সাড়ে ৬ হাজার একর জমিতে সয়াবিন চাষ করেন চাষিরা। সয়াবিনের ফলনও তুলনামূলক ভালো হয়। গত এক সপ্তাহে হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়া ও অতি বৃষ্টির কারণে সয়াবিন খেত তলিয়ে যায়।

হিজলা গৌরব্দী ইউনিয়নের বিশর গ্রামের আব্দুস ছত্তার বলেন, ‘অনেক জায়গায় পানি নিষ্কাশনের খাল ভরাট হয়ে গেছে। পানি নেমে যেতে না পারায় আমাদের পাকা-আধা পাকা সয়াবিন ডুবে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে চাষিরা কিছুটা হলেও রক্ষা পেত।’

হিজলা উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ আল জনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল কবিরাজ বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা হবে। খেতে জলাবদ্ধতার কারণ খুঁজে বের করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত