Ajker Patrika

ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৯: ৩৪
ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা

ফেনীর ছাগলনাইয়ায় বিভিন্ন অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান, চারজন সিএনজিচালিতি অটোরিকশাচালকসহ ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

গতকাল রোববার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরের মেইন রোড ও জমদ্দারবাজারে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের জানান, দোকানে মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মেয়াদ না থাকা, দোকানের বাইরে পসরা সাজিয়ে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল, ময়লা ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, যত্রতত্র পার্কিং ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারজন সিএনজিচালিত অটোরিকশা চালকসহ মোট ৯ জনকে ৩৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদানকারীরা হলেন কাশিপুর স্টোরের মালিক জাফর ৩ হাজার টাকা, হাজী বিরিয়ানির মালিক মোশারফ হোসেন ৫ হাজার, ডায়মন্ড হোটেলের মালিক হানিফ ১০ হাজার, চমক হোটেলের মালিক সাইদুল ৫ হাজার, ঢাকা বেকারির মালিক বেলায়েত ১০ হাজার এবং অটোরিকশাচালক আলমগীর ১ হাজার, এমরান ৩০০, রবিউল হক ১০০ ও শাহাদাত ২০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত