Ajker Patrika

নির্বাচনে পরাজয়ের জেরে বাড়িতে হামলা, আহত ৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১১: ৩৭
নির্বাচনে পরাজয়ের জেরে বাড়িতে হামলা, আহত ৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউপি নির্বাচন ঘিরে বিরোধের জেরে বিজয়ী ইউপি সদস্যের সমর্থক ও পরিবারের ওপর ফের হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে। এতে টেঁটাবিদ্ধসহ পাঁচজন আহত হন। এ ছাড়া একটি পাকা ইমারতসহ প্রায় ২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামে এ হামলা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মোহাম্মদ আলী ও শফিউদ্দন মোল্লা (শফী) গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে হেরে গত চার মাসে দুবার বিজয়ী ইউপি সদস্য শামসুল ইসলাম মণ্ডলের সমর্থক ও পরিবারের সদস্যদের ওপর হামলা করে। তুচ্ছ ঘটনার জেরে গতকাল বুধবার ফের হামলা চালায়।

হামলায় আহতরা হলেন—কামাল মণ্ডল (৪০), আরব আলী মোল্লা (৬০), সাবেক মেম্বার বিল্লাল হোসেন মণ্ডল (৫৫), আনোয়ার হোসেন মণ্ডল ও ইয়াসমিন বেগম। এর মধ্যে কামাল মণ্ডল ও ইয়াসমিনকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভূইরা গ্রামের দরবেশ আলী বলেন, ‘আমার বাড়িঘর ভাঙচুর করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। পুলিশের সামনে এ ঘটনা ঘটেছে।’

আহত সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন মণ্ডল বলেন, ‘আমার ভাই এবারও ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় পরাজিত প্রার্থী মোহাম্মদ আলী ও শফিউদ্দিন মোল্লা শফীর লোকজন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। এর আগে আরও দুবার মারামারি করেছে। গত মঙ্গলবার রাতে আমাদের আত্মীয় ও সমর্থকের ওপর একটি দোকানে চড়াও হয়। এ সময় তারা শুধু শুধু কয়েকজনকে মারধর করে। সেই ঘটনার জেরে বুধবার বালুচর থেকে লোকজন এনে আমাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। আমাকেসহ অনেককেই মেরে আহত করেছেন।’

পরাজিত ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ‘আমার বিরুদ্ধে শামসুল মেম্বারের সমর্থক ও পরিবারের সদস্যরা যে অভিযোগ করেছে, এটা সত্য নয়। সেখানে শফীরর লোকজন ছিল, তারা মারামারি করেছে।’

শফিউদ্দিন শফীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। যোগাযোগ করা সম্ভব হয়নি।

বর্তমান ইউপি সদস্য শামসুল ইসলাম মণ্ডল বলেন, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এতে আমার ছোট ভাইয়ের বউ গুরুতর আহত হয়। তাকে আমি কাল ঢাকা মেডিকেলে ভর্তি করে এসেছি। বুধবার সকালে আবার মোহাম্মদ আলী ও শফীর লোকজন ভাড়া করে এনে আমার সমর্থক ও পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এতে অনেকেই আহত হয়েছে। বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে।

বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, গত ইউপি নির্বাচন ঘিরে উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ হয়।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে শুনেছি ইউপি সদস্য প্রার্থী শফীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত