Ajker Patrika

আমানত শাহ ফেরি ভাসবে আজ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ২১
আমানত শাহ ফেরি ভাসবে আজ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরির উদ্ধারকাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে ফেরিটি উদ্ধার সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

বেসরকারি উদ্ধারকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের সুপারভাইজার আব্দুর রহমান জানিয়েছেন, হেলে পড়া ফেরিটির তলদেশের ব্যালেন্স ট্যাংকারের বিভিন্ন অংশ একাধিক ছিদ্র দেখা দিয়েছে। এসব ছিদ্র দিয়ে ভেতরে ঢোকা পানি ও পলি অপসারণের কাজ শেষেই ফেরিটি সম্পূর্ণরূপে ভাসানো সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অজয় দেবনাথ বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব পাঁচটি উইন্স বার্জের সহায়তায় ৫০ কর্মী ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ করছেন। এ উইন্স বার্জগুলো হলো ডিবি মেরিন স্যালভেজ-১, স্যালভেজ-২, ডিবি মোহনা-১, মোহাম্মদ-১ ও মোহাম্মদ-২।

গতকাল সোমবার ফেরি উদ্ধারকাজ দেখতে ঘটনাস্থলে আসেন বিআইডব্লিউটিএ’র পরিচালক শাহ জামান। তিনি বলেন, আমানত শাহ ফেরির উদ্ধারকাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। মঙ্গলবারের মধ্যে ফেরিটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে।

গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার আমানত শাহ নামের রো রো ফেরি রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসার পর পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটে ডুবে যায়। এ সময় ফেরিতে ১৪টি যানবাহন ছিল।

ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ব্যর্থ হয়। পরে নৌপরিবহন মন্ত্রণালয় জেনুইন এন্টারপ্রাইজকে এ উদ্ধারকাজ দেয়। এরপর থেকে জেনুইন কর্তৃপক্ষ এ ফেরিটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত