Ajker Patrika

টাকার বিনিময়ে টিকা ইপিআই কর্মী বদলি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ১১
টাকার বিনিময়ে টিকা  ইপিআই কর্মী বদলি

নোয়াখালীর সুবর্ণচরে টাকার বিনিময়ে টিকা দেওয়ার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিব উল্যাহ নামের এক স্বাস্থ্যকর্মীকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে বদলি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সুবর্ণচরের চর জব্বার ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট এলাকার রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

মহিব উল্যাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বাহক (ইপিআই পোর্টার) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে হাসপাতালটির চিকিৎসা কনসালট্যান্ট মাসুম বিল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামে টাকার বিনিময়ে শিশুদের টিকা দিয়েছেন মহিব উল্যাহ। এ সংক্রান্ত একটি ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে।

তদন্ত কমিটির আহ্বায়ক চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’

মহিব উল্যাহ বলেন, ‘আমি টাকা নেওয়ার জন্য কাউকে চাপাচাপি করি না। একজন মহিলা নাকি আজকে অভিযোগ করেছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহিব উল্যাহর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। পরে তাঁকে ভাসানচরে বদলি করে সাময়িকভাবে বেতনভাতা বন্ধ করে জেলা সিভিল সার্জন কার্যালয় বরাবর চিঠি পাঠিয়েছি। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি মহিব উল্যাহর দোষ পাওয়া যায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত