Ajker Patrika

খুদে শিক্ষার্থীরা সড়ক আটকে রাখল ৩ ঘণ্টা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
খুদে শিক্ষার্থীরা সড়ক আটকে রাখল ৩ ঘণ্টা

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফারজানা

হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় সান্তাহার-জয়পুরহাট সড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে, মামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রীরা।

আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রামের ফেরদৌস আলীর সঙ্গে প্রথম স্ত্রী মোরশেদা বেগমের বিচ্ছেদ হয়। এরপর ফারজানার বাবা ফেরদৌস আলী শিল্পী বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের সংসারে নানা ঝগড়া-বিবাদ লেগেই থাকত। ১৭ আগস্ট দুপুরে ফেরদৌস আলী তার মেয়েকে খুঁজতে গিয়ে শোয়ার ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে শিল্পী বেগম পালিয়ে গেছেন।

এ ঘটনায় ওইদিন ফারজানার মা মোরশেদা বেগম বাদী হয়ে ফারজানার সৎমা শিল্পী বেগম ও তাঁর আগের পক্ষের ছেলে শাওনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। এজাহারে উল্লেখ করেন, ফারজানাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) তারেক হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত