Ajker Patrika

পদে পদে আচরণবিধি লঙ্ঘন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ৫৩
পদে পদে আচরণবিধি লঙ্ঘন

মাগুরার শ্রীপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, প্রার্থীরা নিজেদের নির্বাচনী এলাকার সরকারি প্রতিষ্ঠানসহ বিদ্যুতের খুঁটিতে নিজেদের পোস্টার ও ব্যানার লাগিয়েছেন। আচরণবিধি অনুযায়ী ছাড়া বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারের নিয়ম। কিন্তু এ বিধিকে তোয়াক্কা না করে সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে প্রচার। করা হচ্ছে মিছিল ও মোটরসাইকেল মহড়া।

ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ২০১৬ অনুযায়ী পথসভা ও ঘরোয়া সভা ছাড়া প্রার্থীরা অন্য কোনো জনসভা ও শোভাযাত্রা করতে পারবেন না। কিন্তু, গতকাল উপজেলার সবগুলো ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রার্থীরা প্রকাশ্যে জনসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। রাত-দিন তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হাট-বাজার ও গ্রাম-গঞ্জের অলিতে-গলিতে শোনা যাচ্ছে মাইকের আওয়াজ। এতে শব্দ দূষণের পাশাপাশি বিরক্ত হচ্ছেন সাধারণ মানুষেরা।

অনেক এলাকায় দেখা গেছে, বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ, গাছে গাছে এবং বিদ্যুৎ এর পিলারে সাঁটানো হয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। গয়েশপুর ইউপির স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের পোস্টারের ওপর টাঙানো হয়েছে নৌকার পোস্টার। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল জুড়ে দারিয়াপুর ইউপির নৌকা এবং চশমা প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঈসউজ্জামান বলেছেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে কে কখন পোস্টার কখন লাগিয়েছেন তা আমি দেখিনি। তবে কাজটা যেই করুক ঠিক করেননি। শিগগিরই পোস্টারগুলো সরানোর ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে দারিয়াপুর ইউপির চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মুকুল বলেন, ‘আমার ভুল হয়েছে, আমি নির্বাচনে নতুন। বিষয়টি আমি বুঝতে পারিনি। খুব দ্রুত পোস্টারগুলো তুলে ফেলার ব্যবস্থা করব।’ এ বিষয়ে কথা বলতে দারিয়াপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুরকে ফোন করলে তিনি ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আর ফোন ধরেননি।

এ দিকে নির্বাচনকে কেন্দ্র করে আমলসার ইউনিয়নে বিলনাথুর গ্রামে দুই মেম্বর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর এলাকাটি প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।

উপজেলার শ্রীপুর, নাকোল, কাদিরপাড়া, শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তা ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদাধিকার বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এছাড়া আমি সার্বক্ষণিক পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে। একমাত্র গয়েশপুর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত