Ajker Patrika

গৃহবধূর চুল কর্তনে শ্বশুর ও ভাশুর গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৮: ৫৭
গৃহবধূর চুল কর্তনে শ্বশুর ও ভাশুর গ্রেপ্তার

নওগাঁর সাপাহারে ঘুমের মধ্যে এক গৃহবধূর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূ তাঁর ভাশুর-শ্বশুরসহ তিনজনকে আসামি করে সাপাহার থানায় মামলা করেছেন। মামলার পর গত বৃহস্পতিবার রাতে গৃহবধূর শ্বশুর ও ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার আইহাই ইউনিয়নের দিঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গৃহবধূর শ্বশুর আইহাই দিঘিপাড়া গ্রামের আশরাফ আলী ও ভাশুর মোশারফ হোসেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ আলীর ছেলে জোবায়ের সঙ্গে কলমুডাঙ্গার বাবু শেখের মেয়ের চার বছর আগে বিয়ে হয়। জোবায়ের কাজের সুবাদে বাইরে থাকেন। তাঁর স্ত্রী কখনো বাবার বাড়ি কখনো শ্বশুর বাড়িতে থাকতেন। সম্প্রতি ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন। গত মঙ্গলবার রাতে তাঁর ছোট ননদকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান তার মাথার চুল কেটে ফেলা হয়েছে।

এ ঘটনা নিয়ে রাতেই ওই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবধূর বাগ্‌বিতণ্ডা হয়। পরে গৃহবধূ এসব ঘটনা বাবার বাড়িতে জানান। এরপর তাঁর মা এসে তাঁকে বাড়িতে ফেরত নিতে চাইলে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন তা বাধা দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গৃহবধূকে তাঁর মায়ের জিম্মায় দেয়।

ওই গৃহবধূ বলেন, ‘রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখি মাথার চুল মেঝেতে পড়ে আছে। এরপর রাতেই বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানালে উল্টো আমাকেই নানা রকম বাজে কথা বলেন তাঁরা। এর সুষ্ঠু বিচার চাই।‘

এ বিষয়ে গৃহবধূর শ্বশুর আশরাফ আলী দাবি করেন, ছেলের অবর্তমানে তাঁদের পরিবারের লোকজনকে হয়রানি করতে ছেলের বউ এসব করছেন।

ওসি তারেকুর রহমান সরকার বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে মাথার কিছু কাটা চুল জব্দ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত