Ajker Patrika

মারধরের শিকার স্বতন্ত্র প্রার্থী ও সাংবাদিক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ২৬
মারধরের শিকার স্বতন্ত্র প্রার্থী ও সাংবাদিক

নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের বিরুদ্ধ স্বতন্ত্র প্রার্থী ও এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকদের বহনকারী একটি গাড়ি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ইউনিয়নের ধানাইদহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে লাঠিসোঁটা নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক দলবদ্ধ হয়ে ধানাইদহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ঢোকেন। এ সময় বেসরকারি ৭১ টেলিভিশনের বড়াইগ্রাম সংবাদদাতা আবু মুসা ভিডিও করতে যান। তখন তাঁরা তাঁকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ওই সময় স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জোহা (ঘোড়া প্রতীক) ওই কেন্দ্রে আসেন। তিনি ব্যালট রক্ষার জন্য কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের দায়িত্বরত কর্মকর্তার কাছে জানান। পরে নৌকার কর্মীরা ছুটে এসে তাঁকেও মারধর করেন।

স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জোহা বলেন, ‘আমার সামনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে তার কর্মীরা জোর করে ব্যালট ছিঁড়ে নিচ্ছিল। এ সময় নৌকার লোকজন আমাকে বেদম মারধর করেছে।’

এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার ইয়াসমিন মোবাইল ফোনে বলেন, তিনি বা তাঁর কোনো কর্মী ধানাইদহ কেন্দ্রে গোলযোগ করেননি। বরং স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জোহা তাঁর লোকজন নিয়ে কেন্দ্রে তাঁর কর্মীদের ওপর হামলা করেছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘কেন্দ্রের ভেতর প্রার্থীকে মারধর ও সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করার ঘটনাটি আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত