Ajker Patrika

স্ত্রীর প্রচার শেষে ফেরার পথে কুপিয়ে জখম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ২৫
স্ত্রীর প্রচার শেষে ফেরার পথে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার শেষে ফেরার পথে ধারাবারিষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের নামে থানায় মামলা করেছেন তাঁর ভাই সাইদুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ধারাবারিষা ইউপির চলনালী পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত শহিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শহিদুল ইসলামের স্ত্রী শিমা খাতুন ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত সদস্য হিসেবে নির্বাচন করছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকায় প্রচার শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে স্ত্রীর নির্বাচনী প্রচার শেষে শহিদুল ইসলাম চরকাদহ এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চরকাদহ কান্দিপাড়া গ্রামের বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলামের বাড়ির সামনে এলে পূর্বশত্রুতার জেরে চরকাদহ এলাকার ছয়জন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালান। এতে শহিদুলের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত করেন তাঁরা। ঘটনাস্থল থেকে শহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

জানতে চাইলে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সঞ্চিতা সরকার আজকের পত্রিকাকে বলেন, আহত শহিদুল ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, বর্তমানে তাঁর ভাইয়ের অবস্থা গুরুতর। তাই তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, এ ঘটনায় থানায় মামলা করেছেন আহত শহিদুলের ভাই সাইদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত