Ajker Patrika

দফাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৯
দফাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক দফাদারকে (গ্রাম পুলিশ) প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কাছে দেওয়া দফাদার কবির বেপারী এক লিখিত অভিযোগপত্রে এমনটা জানা গেছে।

লিখিত অভিযোগপত্রে দফাদার কবির বেপারী জানান, ‘ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে মনোনয়নপত্র দাখিল করতে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম রাজা বাধা দেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালমন্দ করে মনোনয়নপত্রটি বাতিল করেন প্রধান শিক্ষক।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের সভাপতি ইউসুফ পাটওয়ারীর নির্দেশে এ ঘটনাটি ঘটিয়েছে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওই প্রধান শিক্ষক।

এ ঘটনায় বিদ্যালয়ের নির্বাচন স্থগিতসহ এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন কবির বেপারী। জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম রাজা দফাদারকে প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত