Ajker Patrika

ঈদে আসছে নয়নতারা ও তুফান, দাম নিয়ে শঙ্কা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৩: ২৭
ঈদে আসছে নয়নতারা ও তুফান, দাম নিয়ে শঙ্কা

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে বাহারি নামের গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে ফুলবাড়িয়া উপজেলার নয়নতারা ও গৌরীপুরের তুফান। তবে বন্যার কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত খামারিরা।

শাহিওয়াল এবং হলস্টেইন ফ্রিজিয়ান জাতের দুটি ষাঁড় গত চার বছর ধরে লালন পালন করে আসছেন ফুলবাড়িয়ার নয়ানবাড়ির খামারি আব্দুর রাজ্জাক এবং গৌরীপুরের চরশ্রীরামপুর গ্রামের খামারি আল-আমীন। নয়নতারা দৈর্ঘ্যে ১০ ফুট ও প্রস্থে সাড়ে ৫ ফুট। এ ছাড়া ওজন প্রায় ২৫ মণ। আচরণেও বেশ শান্তশিষ্ট। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। তুফান দৈর্ঘ্যে ১০ ফুট ও প্রস্থে সাড়ে ৫ ফুট। এ ছাড়া ওজন ৩০ মণ। দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা।

খামারি আব্দুর রাজ্জাক বলেন, ‘গত চার বছর আগে স্থানীয় বাজার থেকে বেশ কয়েকটি ষাঁড় গরু কিনেছিলাম খামারের জন্য। অন্য ষাঁড়গুলো বিক্রি করে দিলেও শান্তশিষ্ট নয়ন তারাকে রেখে দিই। এখন প্রতিদিন তার পেছনে প্রায় ১ হাজার ৫০০ টাকা খরচ হয়। তাই কোরবানি ঈদ সামনে রেখে টার্গেট নিয়েছি বিক্রি করার। তবে চিন্তার কারণ হচ্ছে, দেশের যে অবস্থা তাতে গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছি।’

নয়নতারানাফিসা এগ্রো প্রোডাক্ট লিমিটেডের পরিচালক মুফতি আল-আমীন বলেন, ‘আমাদের খামারে দুই শতাধিক গাভি রয়েছে। সেই গাছিগুলোর একটির বাছুর তুফান। তার আচার-আচরণ উচ্ছৃঙ্খল হওয়ায় নাম রাখা হয়েছে তুফান। তুফান ছাড়াও কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও সাতটি ষাঁড়। তবে সবগুলোর মধ্যে আকর্ষণীয় হচ্ছে তুফান। ১ হাজার কেজি ওজনের তুফানের দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা।’

গরু লালন-পালনকারী মো. সুরুজ্জামান ও খাইরুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর ধরে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ষাঁড়গুলোকে লালন-পালন করেছি। ঈদে বিক্রি হয়ে যাবে সেটি ভাবতেই খুব খারাপ লাগছে। তবু আশা করি, মালিক পক্ষ ষাঁড়ের ন্যায্য দাম পাবে। আকর্ষণীয় ষাঁড়গুলোকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চার গুণ বাড়িয়ে পেঁয়াজ আমদানি দৈনিক ৬ হাজার টন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ