Ajker Patrika

জাপা প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২৩: ১০
জাপা প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম ভুইয়া মাকসদের প্রচারে হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে জামপুরের মহজমপুর ও সেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, জামপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির আশরাফুল ইসলাম ভুইয়ার সমর্থক দিল মোহাম্মদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় দিল মোহাম্মদকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।

অন্যদিকে সেকেরহাট ৭ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় হামলা চালিয়ে আশরাফুল ইসলাম ভুইয়ার পক্ষের লোকজনকে আহত করা হয়।

হামলার পেছনে ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন কবিরের হাত রয়েছে বলে দািব করেছেন জাপা প্রার্থীর সমর্থকেরা।

জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবির ভুইয়া মুঠোফোনে জানান, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত