মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে সাতটি দোকানঘর আগুন পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, দুপুর আনুমানিক সোয়া ১২টার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত। পরে মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পাটের গুদাম, ওয়ার্কশপ, লেপ তোশকের দোকান, কাঠের দোকান, রেস্তোরাঁ, কনফেকশনারি, কসমেটিকস দোকান ও ১টি বসত ঘর পুড়ে যায়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, পুলিশের উপপরিদর্শক প্রকাশ প্রণয় দে, নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুনে ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারের দোকানের মালিক আল-আমিন তপাদার বলেন, ‘প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল, আমি এখন নিঃস্ব।’
চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রবিউল বলেন, ‘খবর পাওয়ার পর তাৎক্ষণিক ১৭ জনের একটি টিম নিয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। প্রয়োজনীয় জনবল এবং অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত সরঞ্জমাদি করে অগ্নিকাণ্ডের হাত থেকে জানমাল রক্ষার জন্য এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানান তাঁরা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে সাতটি দোকানঘর আগুন পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, দুপুর আনুমানিক সোয়া ১২টার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত। পরে মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পাটের গুদাম, ওয়ার্কশপ, লেপ তোশকের দোকান, কাঠের দোকান, রেস্তোরাঁ, কনফেকশনারি, কসমেটিকস দোকান ও ১টি বসত ঘর পুড়ে যায়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, পুলিশের উপপরিদর্শক প্রকাশ প্রণয় দে, নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুনে ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারের দোকানের মালিক আল-আমিন তপাদার বলেন, ‘প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল, আমি এখন নিঃস্ব।’
চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রবিউল বলেন, ‘খবর পাওয়ার পর তাৎক্ষণিক ১৭ জনের একটি টিম নিয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। প্রয়োজনীয় জনবল এবং অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত সরঞ্জমাদি করে অগ্নিকাণ্ডের হাত থেকে জানমাল রক্ষার জন্য এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানান তাঁরা।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫