Ajker Patrika

লোনাপানির ট্যাংরা চাষে আশার আলো

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ২০
লোনাপানির ট্যাংরা চাষে আশার আলো

যশোরের ঝিকরগাছায় মিঠাপানিতে লোনাপানির গুলি ট্যাংরা মাছ চাষে সাফল্যের সম্ভাবনা দেখছেন চাষি ও মৎস্য অধিদপ্তর। পরীক্ষামূলকভাবে চাষে মিঠাপানির জলাশয়ে এ মাছের পোনা ছেড়ে লাভের সম্ভাবনা তৈরি হয়েছে।

ঝিকরগাছার রঘুনাথনগর গ্রামের মৎস্যচাষি এস এস আহমেদ ফারুক শান্তি চারটি পুকুরে লোনাপানির এ গুলি ট্যাংরা পরীক্ষামূলক চাষে লাভের আশা করছেন।

২২ বিঘার জলাশয়ে ছয় মাস আগে আট লাখ ৮০ হাজার মাছের পোনা ছাড়েন এই চাষি। দক্ষিণাঞ্চল থেকে আনা লোনাপানির এ মাছের পোনাসহ গত ছয় মাসে এ মাছে মোট খরচ হয়েছে প্রায় ৪২ লাখ টাকা।

এস এস আহমেদ ফারুক শান্তি বলেন, ‘এ মাছের প্রতিদিন সন্ধ্যায় একবার খাবার দিতে হয়। এ খাবার খেয়েই মাছ বড় হচ্ছে। এখন ৩৮-৪০টি মাছে এক কেজি হচ্ছে। মাস দেড়েকের মধ্যে ২৫-৩০টি মাছে কেজি পুরবে। বর্তমান বাজার দর সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি। সেই হিসাবে সোয়া কোটি টাকার মাছ বিক্রি হবে।’

মনিরামপুর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, ‘গুলি ট্যাংরা লোনাপানির মাছ। এ মাছ সাধারণত দক্ষিণাঞ্চলের লোনাপানিতে চাষ হয়। এস এস আহমেদ ফারুক শান্তি মিঠাপানিতেও পরীক্ষামূলক এ মাছ চাষে সাফল্য পাবেন বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত