বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় নাজিম উদ্দিন খুনের মামলায় এজাহারভুক্ত আসামি রিমন ওরফে ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে ইমনকে আদালতে পাঠানো হয়েছে। এদিন ভোরে উপজেলার চকবোচাই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ২১ বছর বয়সী রিমন উপজেলার সোন্দাবাড়ী গ্রামের বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নাজিম খুনের ঘটনায় গাবতলী মডেল থানায় মামলা করা হয়। নিহত নাজিমের মা রাশিদা বেগম এ মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।
অন্য আসামিরা হলেন উপজেলার তরফমেরু দক্ষিণপাড়া গ্রামের ইভান, ইরাশ, রেজাউল, আসিফ, রাব্বী, রকেট; সোন্দাবাড়ী গ্রামের রোহান, তৌহিদ, আল মাহমুদ, শ্রাবণ; চক কাতুলী গ্রামের রহিম বাদশা ও গোড়াদহ গ্রামের শাওন।
গত বুধবার সন্ধ্যায় গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় ছুরিকাঘাতের শিকার হন নাজিম। পরে ওই দিন রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত নাজিম উপজেলার দাঁড়াইল তরফসরতাজ গ্রামের পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গাবতলী পাইলট স্কুলের মাঠে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছিল। ওই সময় নাজিমের প্রতিবেশী অন্তর নামের এক যুবকের সঙ্গে আসামি ইরাশের লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এ সময় অন্তর মোবাইল ফোনে নাজিমকে ঘটনাস্থলে আসতে বলেন। অন্তরের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইরাশকে ধমক দেন নাজিম। এ সময় অভিযুক্ত ইরাশ, রিমনসহ অন্যরা নাজিমের ওপর ক্ষিপ্ত হন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
এরই জেরে বুধবার সন্ধ্যায় অভিযুক্তরা উপজেলার দাঁড়াইল বাজারে অবস্থান নেন। ওই সময় বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন নাজিম। বাড়ি ফেরার পথে নাজিমের পথ আটকিয়ে তাঁকে ছুরিকাঘাত করেন আসামিরা। এ ছাড়া লোহার জিআই পাইপ ও রড দিয়েও তাঁকে মারধর করা হয়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শজিমেক হাসপাতালে পাঠান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম হোসেন জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিমের মৃত্যু হয়। তাঁর পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছিল।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিমন ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বগুড়ার গাবতলী উপজেলায় নাজিম উদ্দিন খুনের মামলায় এজাহারভুক্ত আসামি রিমন ওরফে ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে ইমনকে আদালতে পাঠানো হয়েছে। এদিন ভোরে উপজেলার চকবোচাই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ২১ বছর বয়সী রিমন উপজেলার সোন্দাবাড়ী গ্রামের বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নাজিম খুনের ঘটনায় গাবতলী মডেল থানায় মামলা করা হয়। নিহত নাজিমের মা রাশিদা বেগম এ মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।
অন্য আসামিরা হলেন উপজেলার তরফমেরু দক্ষিণপাড়া গ্রামের ইভান, ইরাশ, রেজাউল, আসিফ, রাব্বী, রকেট; সোন্দাবাড়ী গ্রামের রোহান, তৌহিদ, আল মাহমুদ, শ্রাবণ; চক কাতুলী গ্রামের রহিম বাদশা ও গোড়াদহ গ্রামের শাওন।
গত বুধবার সন্ধ্যায় গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় ছুরিকাঘাতের শিকার হন নাজিম। পরে ওই দিন রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত নাজিম উপজেলার দাঁড়াইল তরফসরতাজ গ্রামের পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গাবতলী পাইলট স্কুলের মাঠে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছিল। ওই সময় নাজিমের প্রতিবেশী অন্তর নামের এক যুবকের সঙ্গে আসামি ইরাশের লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এ সময় অন্তর মোবাইল ফোনে নাজিমকে ঘটনাস্থলে আসতে বলেন। অন্তরের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইরাশকে ধমক দেন নাজিম। এ সময় অভিযুক্ত ইরাশ, রিমনসহ অন্যরা নাজিমের ওপর ক্ষিপ্ত হন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
এরই জেরে বুধবার সন্ধ্যায় অভিযুক্তরা উপজেলার দাঁড়াইল বাজারে অবস্থান নেন। ওই সময় বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন নাজিম। বাড়ি ফেরার পথে নাজিমের পথ আটকিয়ে তাঁকে ছুরিকাঘাত করেন আসামিরা। এ ছাড়া লোহার জিআই পাইপ ও রড দিয়েও তাঁকে মারধর করা হয়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শজিমেক হাসপাতালে পাঠান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম হোসেন জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিমের মৃত্যু হয়। তাঁর পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছিল।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিমন ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫