Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর বাইক ভাঙচুরের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৮
স্বতন্ত্র প্রার্থীর বাইক ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে এ ঘটনা ঘটে। নৌকার কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক ও তাঁর কর্মী-সমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ময়নুল হকের নির্দেশে ১৫-২০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীর তিনটি মোটরসাইকেল ও প্রচার মাইক ভাঙচুর করা হয়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী-সমর্থক আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী মো. ময়নুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো লোকজন এমন কাজ করেন নাই। স্বতন্ত্র প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত