Ajker Patrika

সমাজসেবা দিবস উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ১৩
সমাজসেবা দিবস উদ্‌যাপন

কুমিল্লায় শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল রোববার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এসব আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা নগর: দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়ানো, হুইলচেয়ার, সাদাছড়ি বিতরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এসব আয়োজন করে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়।

পরে টাউন হলে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহম্মেদ, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মিরাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান।

ব্রাহ্মণপাড়া: ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সারা দেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দিবসটি উদ্‌যাপন করা হয়েছে। ‘মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সব ভাতা’ স্লোগানে এ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭৭ জন ঋণ গ্রহীতার মধ্যে সুদমুক্ত ঋণের টাকা ও চেক বিতরণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের, ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সুজন। সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে বর্তমান সরকার সব সময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা প্রচলন করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে বর্তমান সরকার।

সভা শেষে ৪৭ জন ঋণ গ্রহীতার মধ্যে ১৩ লাখ ৭৫ হাজার টাকা, ১২ জন ঋণ গ্রহীতার মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা, পল্লী মাতৃকেন্দ্র প্রকল্পের আওতায় ১০ জন ঋণ গ্রহীতার মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকা ও ৮ জনের মধ্যে ৯৬ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

চৌদ্দগ্রাম: উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক সভাপতিত্ব করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু তৈয়ব প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৭১ জন প্রতিবন্ধীকে ভাতা ও স্বল্প সুদে ৪৪ জনকে ১১ লাখ ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত