Ajker Patrika

বাউফলে নিষিদ্ধ জালের ব্যবহার থামছে না

বাউফলে নিষিদ্ধ জালের ব্যবহার থামছে না

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া ও লোহালিয়া নদীতে নিষিদ্ধ বেড় ও বেহুন্দি জাল দিয়ে শুধু মাছ শিকারই নয়, ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের রেনু। ফলে তেঁতুলিয়া ও লোহালিয়া নদীতে মাছের উৎপাদন দিন দিন ঝুঁকিতে পড়ছে। শিগগির এভাবে নিষিদ্ধ জাল বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, নিষিদ্ধ বেহুন্দি ও বেড় জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ডুবোচরে এবং নদীর তীর ঘেঁষে কয়েক শ মিটার দৈর্ঘ্যের একেকটি বেড় জাল জোয়ারের সময় পাতা হয়। ভাটার সময় পানি নেমে গেলে বেড় জালে আটকা পড়ে ছোট-বড় মাছের পাশাপাশি অসংখ্য মাছের রেনু।

অন্যদিকে বেহুন্দি জালকে স্থানীয় ভাষায় বাঁধা জাল বলা হয়। এই জাল পানির গভীরে আড়াআড়ি পাতা হয়। বেহুন্দি জালে আটকে পড়া মাছের সঙ্গে অসংখ্য রেনু মারা যায়। তেঁতুলিয়া নদীর চর ব্যারেট, মমিনপুর, ধুলিয়া, নিমদি, চরওয়াডেল, বোরহানউদ্দিনের সাঁচড়া ও লালমোহনের নাজিরপুর পয়েন্টে এবং লোহালিয়া নদীর ঝিলনা ও বাহেরচর পয়েন্টে এমন অনেক বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে।

সরকারি নিয়মে ৪ দশমিক ৫ সেন্টিমিটার ফাঁসের জাল দিয়ে নদীতে মাছ শিকার করার নিয়ম। অথচ বেড় জাল তৈরি করা হয় মশারি দিয়ে। অন্যদিকে বাঁধা জালের ফাঁস মশারির ফাঁসের চেয়ে কিছুটা বড়।

খোঁজ নিয়ে জানা যায়, একশ্রেণির দাদন ব্যবসায়ী জেলেদের তেঁতুলিয়া ও লোহালিয়া নদীতে নির্বিঘ্নে বেড় ও বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করাচ্ছেন, বিশেষ করে কালাইয়া লঞ্চঘাট এলাকার একাধিক দাদন ব্যবসায়ী এ কাজে জড়িত বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, বাঁধা ও বেড় জালের কারণে নদীতে প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। সে ক্ষেত্রে মৎস্য বিভাগ কম্বিং অপারেশন পরিচালনা করে অবৈধ জাল উদ্ধারের পর তা ধ্বংস করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত