Ajker Patrika

পরিচয় মিলেছে খণ্ডিত সেই মরদেহের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
পরিচয় মিলেছে খণ্ডিত সেই মরদেহের

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাতপরিচয় হিসেবে যে যুবকের মরদেহের তিনটি খণ্ডিত অংশ (দুই হাত ও কোমর থেকে ঊরু) উদ্ধার করা হয়েছিল তাঁর পরিচয় মিলেছে। গতকাল রোববার মরদেহের বাকি অংশগুলোও উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ি পুলিশ। 
নিহত যুবকের নাম সবুজ বার্নাড ঘোষাল (৩২)। তিনি উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের অমূল্য বার্নাড ঘোষালের ছেলে। তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এর আগে গত শনিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনের ডোবা থেকে মরদেহের তিন টুকরো উদ্ধার করা হয়। গতকাল মিলেছে মরদেহের বাকি অংশ। মুখমণ্ডল উদ্ধারের পর তাঁকে শনাক্ত করেন স্বজনেরা।

মরদেহের বাকি অংশ উদ্ধার ও পরিচয় শনাক্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, খণ্ডিত মরদেহের একাধিক টুকরো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বেলা ৪টা ৬ মিনিটে সবুজ তাঁর কর্মস্থল থেকে বের হন। এরপর তিনি আর কারখানায় বা বাড়িতে ফেরেননি। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন

অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র

দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের যে প্রস্তাব দিলেন সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ