Ajker Patrika

চৌমুহনী থেকে পিকআপ চুরি কমলনগরে যন্ত্রাংশ খুলে বিক্রি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩: ০২
চৌমুহনী থেকে পিকআপ চুরি  কমলনগরে যন্ত্রাংশ খুলে বিক্রি

লক্ষ্মীপুরের কমলনগরে চোরাই পিকআপ ভ্যানের মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. সোহেল (৩০), একই এলাকার মো. মিলন (২৫) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব চরসীতা গ্রামের মো. শাকিল (২২)।

গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার তিনজনকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী থেকে গত ২ মার্চ একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক বেগমগঞ্জ থানায় চুরির মামলা করেন। কমলনগরে চরকাদিরা গ্রামের একটি বাড়িতে সোহেল ও মিলন গাড়িটি নিয়ে আসে। রামগতির চরসীতা গ্রামের বাসিন্দা ও সোহেলের শ্যালক মো. মিলনের সহায়তায় সেখান থেকে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে তাঁরা বিক্রির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে। এ সময় গাড়ির যন্ত্রাংশগুলো জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার রাতে রামগতির জমিদার হাট এলাকা থেকে গাড়ির ইঞ্জিনটি উদ্ধার করা হয়।

চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুফতি নুরুল্যা খালেদ জানান, চোর চক্রের সদস্য শাকিলের মামার বাড়ি চরকাদিরায়। সে সূত্র ধরে চোরের দল গাড়িটি চুরি করে এনে এক সপ্তাহ আগে শাকিলের মামা শরীয়ত উল্যার বাড়িতে রাখে। গাড়ির ইঞ্জিনের ত্রুটির কথা বলে সেটি খুলে নিয়ে যায়। পরে গাড়ির বডিসহ অন্যান্য যন্ত্রাংশ খুলে ফেললে বিষয়টি বাড়ির লোকজনের সন্দেহ হয়। বিষয়টি তাকে জানালে বাড়ি ঘেরাও দিয়ে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে চক্রের দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, পিকআপ ভ্যান চুরির ঘটনায় তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে শুক্রবার বিকেলে বেগমগঞ্জ থানায় বেগমগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত