Ajker Patrika

‘ছাত্রদলকে কঠিন ভূমিকা রাখতে হবে’

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ৫৬
‘ছাত্রদলকে কঠিন ভূমিকা রাখতে হবে’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ। সরকার তাঁকে সাজানো মামলায় আটকে রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্রদলকে কঠিন ভূমিকা রাখতে হবে। বিদেশে নিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য ছাত্রদল রাজপথে অতন্দ্র প্রহরী হয়ে থাকবে। ছাত্রদল আন্দোলনের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করবে।

গতকাল রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসার সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

জেলা ছাত্রদলের আয়োজনে সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন দলের নেতা-কর্মীরা। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত