Ajker Patrika

২ ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬: ০৯
২ ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তরে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে গতকাল মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ এই অভিযান পরিচালনা করেন।

আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক হোমিওপ্যাথিক ওষুধ ও হিটিং মেশিন জব্দ করেন। মূলত এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাঁরা মানুষকে চিকিৎসা দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তাঁরা বৈধ চিকিৎসক হিসেবে কোনো সনদপত্র দেখাতে পারেননি।

আইন অমান্য ও অপরাধের গুরুত্ব বিবেচনায় কাজী মেজবাহ উদ্দিন সুমন (৩৭) ও মোহাম্মদ আসলামকে (৫০) বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অধ্যাদেশ, ১৯৮৩-এর ৩৫ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত