Ajker Patrika

ভেঙে যাওয়া অংশে ভোগান্তি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৬
ভেঙে যাওয়া অংশে ভোগান্তি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর সড়কের ভেঙে যাওয়া অংশের মেরামতকাজ এখনো শুরু হয়নি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, রংপুর মহানগরী ও লালমনিরহাটের চারটি উপজেলার হাজারো চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন কাকিনা-রংপুর সড়ক ব্যবহার করেন। গত ২০ অক্টোবর সন্ধ্যার দিকে তিস্তার প্রবল স্রোতে সড়কটির প্রায় ৮০ মিটার অংশ ভেঙে যায়। এতে ওই সড়ক দিয়ে তিন দিন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে। পরে সড়কটির পাশের কাঁচা অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। তবে দুর্ঘটনার আশঙ্কা চালকদের। রাস্তাটির ভাঙা অংশের দু’পাশে মোড় থাকায় রাতের বেলা ঝুঁকি আরও বেড়ে যায়। এ ছাড়া রাস্তাটির একপাশ দিয়ে যাতায়াত করতে হয়, অপর পাশের যানবাহকে অপেক্ষায় থাকতে হয়। এতে বিড়ম্বনায় পড়েন যাত্রী সাধারণ ও চালকেরা।

সাজ্জাদুল পারভেজ নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘সড়টি এমনিতেই ছোট, তার ওপর যানবাহনের চাপ বেশি, আর ভাঙা অংশের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল হক শহিদ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতে কেন বিলম্ব হচ্ছে জানি না। সড়কটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান আজকের পত্রিকাকে জানান, সড়ক মেরামতের নকশা পাশ হয়েছে। দরপত্র আহ্বান করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত