Ajker Patrika

ডেকে নিয়ে তরুণকে হত্যা, মূল হোতা গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৩
ডেকে নিয়ে তরুণকে হত্যা, মূল হোতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রিমন (২২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ গুমের ঘটনার মূল হোতা বাবুলকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গত শনিবার রাতে কক্সবাজার জেলার রামু থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া গ্রামের বাসিন্দা রিমন। কিছুদিন আগে রিমনের সঙ্গে একই এলাকার বাবুল ও ফাইজুলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

গত ১৪ অক্টোবর দুপুরে কৌশলে রিমনকে ভৈরবে পূজা দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বাবুল ও ফাইজুল। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রিমনের পরিবারের সদস্যরা বাবুল ও ফাইজুলসহ তাঁদের পরিবারের ওপর চাপ প্রয়োগ করেন।

পরদিন শুক্রবার সকালে রিমনের পরিবারের সদস্যদের নিয়ে ভৈরবে রিমনকে খুঁজতে আসেন অভিযুক্ত দুই যুবক। একপর্যায়ে শহরের নিউ টাউন এলাকায় একটি ঝোপ দেখিয়ে দুই যুবক কৌশলে পালিয়ে যান। পরে ঝোপ থেকে নিহত রিমনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় রিমনের বাবা ইলিয়াছ মিয়া বাদী হয়ে বাবুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, রিমনকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেন অপরাধীরা। এ হত্যাকাণ্ডের মূল হোতা বাবুলকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত