Ajker Patrika

দিনে পুলিশের সামনে দেখে নেওয়ার হুমকি, রাতেই হামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১০: ০৮
দিনে পুলিশের সামনে দেখে নেওয়ার হুমকি, রাতেই হামলা

গাজীপুরের শ্রীপুরে দিনে পুলিশের সামনে কৃষক আব্দুল হামিদ তালুকদারকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা মো. রায়হান তালুকদার। পরে রাতেই তাঁর নেতৃত্বে ওই কৃষকের বাড়িতে হামলা ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে আব্দুল হামিদ তালুকদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. রায়হান তালুকদার একই গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ভুক্তভোগী কৃষক আব্দুল হামিদ তালুকদার বলেন, ‘অভিযুক্ত রায়হান কয়েক দিন আগে আমার বাড়ির পাশে জমিতে জোর করে সাইনবোর্ড টানিয়ে দেন। এরপর আমি থানায় লিখিত অভিযোগ করলে সোমবার সকালে পুলিশ এসে সাইনবোর্ড সরিয়ে দিলে আমার জমি জবরদখলের হাত থেকে রক্ষা পায়। তবে তখন পুলিশের সামনে রায়হান আমাকে দেখে নেওয়ার হুমকি ও প্রাণনাশের হুমকি দেন।’

হামিদ তালুকদার বলেন, ‘এরপর সোমবার রাত সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১২ জন ভাড়া করা সন্ত্রাসী এনে আমার বাড়িতে হামলা চালান। এ সময় রাম দা দিয়ে তাঁরা আমার থাকার ঘরের বারান্দার টিন কেটে ফেলেন, আর গোয়ালঘরের টিন কেটে কুঁচি কুঁচি করেন। পরে আমার ঘরের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে। এরপর আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা চলে যান।’

অভিযুক্ত রায়হান তালুকদার বলেন, ‘হামলা চালিয়ে ভাঙচুরের বিষয়টি সঠিক নয়। তাঁর (হামিদ) সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।’

মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর বলেন, সাইনবোর্ড সরাতে ঘটনাস্থলে গেলে আওয়ামী নেতা রায়হান কৃষক হামিদকে হুমকি দেন। হুমকি দেওয়ার পর হামলা করা হবে বুঝতে পারিনি। খবর শোনার পরপরই ঘটনাস্থলে হামলার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজনের নাম উল্লেখ করে লিখত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত