Ajker Patrika

বগুড়ায় হাফ ভাড়ার সিদ্ধান্ত নিতে কমিটি গঠন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৩২
বগুড়ায় হাফ ভাড়ার সিদ্ধান্ত নিতে কমিটি গঠন

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ (অর্ধেক) ভাড়ার বিষয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে বগুড়ায় কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়।

সাত দিনের মধ্যে বগুড়ায় শিক্ষার্থীদের গণপরিবহনে (আন্তজেলা বাস) হাফ (অর্ধেক) ভাড়ার বিষয়ে সুস্পষ্টভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই কমিটি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহম্মেদের নেতৃত্বে এ কমিটি পরিচালিত হবে। কমিটিতে জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরসহ হাইওয়ে পুলিশ, বিআরটিএ, মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক গ্রুপের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করবেন।

সভায় জেলা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরাও শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে নীতিগতভাবে মত পোষণ করেন। তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।

ডিসি মো. জিয়াউল হক জানান, বগুড়া থেকে সারা দেশে শিক্ষার্থীদের সুবিধায় একটি দৃষ্টান্ত তৈরি হতে পারে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। তবে শিক্ষার্থীদের পরিচয়ে অন্য কেউ হাফ ভাড়া নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত