Ajker Patrika

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৩
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে

মায়ের মরদেহ বাড়িতে রেখে মোস্তাফিজুর রহমানকে এইচএসসি পরীক্ষার হলে যেতে হয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘটেছে এ মর্মস্পর্শী ঘটনা।

জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মারা যান মোস্তাফিজের মা লায়লা জেসমিন মুন্নী (৪০)। কিন্তু মায়ের মরদেহ বাড়িতে রেখে উচ্চ মাধ্যমিকের রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে মোস্তাফিজ। তিনি আমান উল্লাহ মহাবিদ্যালয় থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লায়লা জেসমিন মুন্নী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি নয়াখালী মাটিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপ্লব আকনের স্ত্রী

উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি। ছেলের পরীক্ষা শেষে হওয়ার পরই তাঁর ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। জেসমিন মুন্নীর মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আমান উল্লাহ মহা বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত হয়ে শোকাহত মোস্তাফিজকে সান্ত্বনা দেন। সকালে তাঁরা তাঁকে পরীক্ষার হলে নিয়ে যান।

আমান উল্লাহ মহাবিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমান বলেন, মোস্তাফিজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোস্তাফিজ। শনিবার রাতে তাঁর মায়ের মৃত্যু হয়। মায়ের মরদেহ বাড়িতে রেখেই তিনি রোববারে পরীক্ষায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত