Ajker Patrika

তফসিল না হওয়ায় ঝিমিয়ে গেছেন প্রার্থীরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ১৭
তফসিল না হওয়ায় ঝিমিয়ে গেছেন প্রার্থীরা

পাঁচ ধাপে দেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ব্যতিক্রম শুধু চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা। এ ধাপেও তফসিল ঘোষণা না হওয়ায় এখানকার সম্ভাব্য প্রার্থীরা ঝিমিয়ে গেছেন।

ভোটের মাঠে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এই ছেংগারচর পৌরসভা বিশেষ গুরুত্বপূর্ণ। এটি প্রথম শ্রেণি মর্যাদার পৌরসভাও। সবশেষ পঞ্চম ধাপের তফসিলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নাম রাখা হয়নি। এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য দলগুলো থেকে নির্বাচন করতে আগ্রহী নেতাদের তেমন কোনো তৎপরতা নেই।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পাওয়া নিয়ে আওয়ামী লীগের নেতারা দৌড়ঝাঁপ চালিয়ে গেলেও এখনো তফসিল না হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারে মাঠে খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি, স্বতন্ত্র হিসেবে বিএনপি প্রার্থী দিতে পারে।

প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। আওয়ামী লীগ থেকে কারা প্রার্থী হবেন, তা নিয়ে দলের বাইরে বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যেও চলছে নানা জল্পনা-কল্পনা। মতলব উত্তরে আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সরকার আবুল কালাম আজাদ জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মতলব উত্তরে নৌকার ফল বিপর্যয় হওয়ায় ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত