চয়ন বিকাশ ভদ্র
ময়মনসিংহ শহর ২৩৫ বছরের পুরোনো। এর উত্তর পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদের পুরোনো ধারা। এরই তীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা করে। এখানে বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে।
যে ভবনে সংগ্রহশালা অবস্থিত, ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তাঁর কাছ থেকে বড় লাটের কাউন্সিল সদস্য জনৈক নলিনী রঞ্জন সরকার বাড়িটি কিনে নেন। কিন্তু ১৯৪৭ সালের পর তিনি ভারতে চলে যান। এরপর সরকার বাড়িটি অধিগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল, বাংলা ১৩৮২ সনের ১ বৈশাখ তারিখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। দর্শনীয় ফুল ট্রাম্পেট ক্রিপারের সঙ্গে এই বাড়ির সম্পর্ক আছে।
ট্রাম্পেট ক্রিপার নামের এই ফুল আমাদের দেশে খুব কম দেখা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ভবনের সামনে অন্য একটি গাছের গায়ে থাকা ট্রাম্পেট ক্রিপার লতা দৃষ্টি কেড়ে নেয় আমার। দেখেই ছবি তুলে নিই ঝটপট। থোকায় থোকায় কমলা বা ইটের মতো লাল রঙের বড় বড় বাহারি ফুল গুচ্ছাকারে ঝুলতে থাকা লতার দিকে তাকালে মন ভরে যায়। একটি গুচ্ছে ২ থেকে ৯টি ফুল থাকে। ট্রাম্পেট একধরনের বাদ্যযন্ত্র। এই ফুলের পাপড়িগুলো যুক্ত হয়ে ট্রাম্পেট আকৃতির হয় বলে এর নাম ট্রাম্পেট ক্রিপার। গ্রীষ্মকালে ফুল ফোটা শুরু হলেও হেমন্তকাল পর্যন্ত গাছে ফুল থাকে।
ট্রাম্পেট ক্রিপার একটি গুল্মজাতীয়, বহুবর্ষজীবী পাতাঝরা লতানো আরোহী উদ্ভিদ। যেসব লতানো উদ্ভিদে অনেক শাখা-প্রশাখা হয় এবং অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বন আঁকড়ে ধরে ছড়িয়ে থাকে, তাদের বলা হয় ক্রিপার। এর বৈজ্ঞানিক নাম ক্যাম্পসিস গ্র্যান্ডিফ্লোরা এবং এটি বিগনোনিয়েসি পরিবারের উদ্ভিদ। রৌদ্রোজ্জ্বল এলাকায় ৪ থেকে ৯ মিটার লম্বা হতে পারে এ উদ্ভিদ। এর পাতা দ্বিপক্ষল যৌগিক।
পাতার কিনারা করাতের মতো খাঁজকাটা। উদ্ভিদটি কাষ্ঠল, শক্ত-সমর্থ এবং বড় বৃক্ষকে আঁকড়ে ওপরে ওঠে। বাঁশের মাচা, সিঁড়ি বা বাড়ির গ্রিলে তুলে দিলে সুন্দর দেখায়। শীতকালে পাতা ঝরে যায়। তখন গাছ ছেঁটে দেওয়া ভালো। এদের ফুলের মধু পিঁপড়া ও প্রজাপতির খাদ্য।
হামিংবার্ড এবং অন্যান্য পরাগায়নকারী এর মধু খেতে আসে ঝাঁকে ঝাঁকে। যখন ফুল ঝরে যায়, তখন লম্বা শিমের মতো ফল হয়। ফল পরিপক্ব হওয়ার পর ফেটে যায় দুই ভাগে এবং দুই ডানাযুক্ত বীজ বাতাসে ছড়িয়ে পড়ে। ক্যাম্পসিস নামটি গ্রিক ক্যাম্পে থেকে নেওয়া। এর অর্থ বাঁকানো। ক্যাম্পসিস শব্দটি দিয়ে ফুলের বাঁকানো পুংকেশরকে বোঝায়। আর গ্র্যান্ডিফ্লোরা শব্দটি ল্যাটিন গ্র্যান্ডিস থেকে এসেছে।
এর অর্থ বড়। ফ্লোরিও শব্দের অর্থ প্রস্ফুটিত।বীজ, শাখাকলম ও দাবাকলম করে ট্রাম্পেট ক্রিপারের চারা তৈরি করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এবং রমনা পার্ক নার্সারিতে এই উদ্ভিদ আছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও আনন্দ মোহন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানেও এই উদ্ভিদ দেখা যায়।
লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।
ময়মনসিংহ শহর ২৩৫ বছরের পুরোনো। এর উত্তর পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদের পুরোনো ধারা। এরই তীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা করে। এখানে বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে।
যে ভবনে সংগ্রহশালা অবস্থিত, ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তাঁর কাছ থেকে বড় লাটের কাউন্সিল সদস্য জনৈক নলিনী রঞ্জন সরকার বাড়িটি কিনে নেন। কিন্তু ১৯৪৭ সালের পর তিনি ভারতে চলে যান। এরপর সরকার বাড়িটি অধিগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল, বাংলা ১৩৮২ সনের ১ বৈশাখ তারিখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। দর্শনীয় ফুল ট্রাম্পেট ক্রিপারের সঙ্গে এই বাড়ির সম্পর্ক আছে।
ট্রাম্পেট ক্রিপার নামের এই ফুল আমাদের দেশে খুব কম দেখা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ভবনের সামনে অন্য একটি গাছের গায়ে থাকা ট্রাম্পেট ক্রিপার লতা দৃষ্টি কেড়ে নেয় আমার। দেখেই ছবি তুলে নিই ঝটপট। থোকায় থোকায় কমলা বা ইটের মতো লাল রঙের বড় বড় বাহারি ফুল গুচ্ছাকারে ঝুলতে থাকা লতার দিকে তাকালে মন ভরে যায়। একটি গুচ্ছে ২ থেকে ৯টি ফুল থাকে। ট্রাম্পেট একধরনের বাদ্যযন্ত্র। এই ফুলের পাপড়িগুলো যুক্ত হয়ে ট্রাম্পেট আকৃতির হয় বলে এর নাম ট্রাম্পেট ক্রিপার। গ্রীষ্মকালে ফুল ফোটা শুরু হলেও হেমন্তকাল পর্যন্ত গাছে ফুল থাকে।
ট্রাম্পেট ক্রিপার একটি গুল্মজাতীয়, বহুবর্ষজীবী পাতাঝরা লতানো আরোহী উদ্ভিদ। যেসব লতানো উদ্ভিদে অনেক শাখা-প্রশাখা হয় এবং অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বন আঁকড়ে ধরে ছড়িয়ে থাকে, তাদের বলা হয় ক্রিপার। এর বৈজ্ঞানিক নাম ক্যাম্পসিস গ্র্যান্ডিফ্লোরা এবং এটি বিগনোনিয়েসি পরিবারের উদ্ভিদ। রৌদ্রোজ্জ্বল এলাকায় ৪ থেকে ৯ মিটার লম্বা হতে পারে এ উদ্ভিদ। এর পাতা দ্বিপক্ষল যৌগিক।
পাতার কিনারা করাতের মতো খাঁজকাটা। উদ্ভিদটি কাষ্ঠল, শক্ত-সমর্থ এবং বড় বৃক্ষকে আঁকড়ে ওপরে ওঠে। বাঁশের মাচা, সিঁড়ি বা বাড়ির গ্রিলে তুলে দিলে সুন্দর দেখায়। শীতকালে পাতা ঝরে যায়। তখন গাছ ছেঁটে দেওয়া ভালো। এদের ফুলের মধু পিঁপড়া ও প্রজাপতির খাদ্য।
হামিংবার্ড এবং অন্যান্য পরাগায়নকারী এর মধু খেতে আসে ঝাঁকে ঝাঁকে। যখন ফুল ঝরে যায়, তখন লম্বা শিমের মতো ফল হয়। ফল পরিপক্ব হওয়ার পর ফেটে যায় দুই ভাগে এবং দুই ডানাযুক্ত বীজ বাতাসে ছড়িয়ে পড়ে। ক্যাম্পসিস নামটি গ্রিক ক্যাম্পে থেকে নেওয়া। এর অর্থ বাঁকানো। ক্যাম্পসিস শব্দটি দিয়ে ফুলের বাঁকানো পুংকেশরকে বোঝায়। আর গ্র্যান্ডিফ্লোরা শব্দটি ল্যাটিন গ্র্যান্ডিস থেকে এসেছে।
এর অর্থ বড়। ফ্লোরিও শব্দের অর্থ প্রস্ফুটিত।বীজ, শাখাকলম ও দাবাকলম করে ট্রাম্পেট ক্রিপারের চারা তৈরি করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এবং রমনা পার্ক নার্সারিতে এই উদ্ভিদ আছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও আনন্দ মোহন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানেও এই উদ্ভিদ দেখা যায়।
লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪