Ajker Patrika

ভোটকেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৫
ভোটকেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পূর্বের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ওই ওয়ার্ডের ভোটাররা। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, বিভাগীয় নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরেও দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধনে এলাকার শতাধিক ভোটার অংশগ্রহণ করেন।

ওই ইউনিয়নের হেদায়েতপাড়া গ্রামের মহিবার রহমান ও তহিদুল ইসলামের নেতৃত্বে এ মাননবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে ওয়ার্ডের ভোটারদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈদের মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িমারী ইউপির উফারামারা, দর্জিটারী, ঠাকুরপাড়া, লাইনেরপাড় ও নাটারবাড়ী এলাকার প্রায় দেড় হাজার ভোটারের নিকটবর্তী হেদায়েতপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই কেন্দ্রটি বাতিল করে চার কিলোমিটার দূরের হাজির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র করা হয়েছে। এতে দূরে গিয়ে ভোট দিতে আগ্রহ হারাবেন ভোটারদের। পুরোনো কেন্দ্র বহাল রাখার দাবি জানান তাঁরা।

৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘পূর্বের ভোট কেন্দ্রের নিকটবর্তী ভোটার প্রায় দেড় হাজার, আর যেখানে নতুন ভোট কেন্দ্রটি করা হয়েছে সেটির আশপাশে ভোটার ১০০ এর কম।’

পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম বলেন, ‘জেলা নির্বাচন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে পূর্বের কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্রটি অনুমোদন করেছেন। আমার করণীয় কিছু নাই।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত