Ajker Patrika

ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে ব্যবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ২৫
ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে ব্যবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতের কাছ থেকে অবৈধভাবে ডিসিআর নেওয়ার জন্য ঘুষ দিতে গিয়ে আতিকুর রহমান (৩৮) নামের এক ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল্লাহ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় আতিকুরের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওষুধ ব্যবসায়ী আতিকুর রহমান সাফা বন্দরে এক ব্যক্তির ঘর বাৎসরিক চুক্তিতে ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। ওই ডিসিআরের ঘর নিজের নামে নেওয়ার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকতের কার্যালয় গিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সহকারী কমিশনার সাখাওয়াত জামিল থানা–পুলিশ ডেকে আতিকুর রহমানকে পুলিশে সোপর্দ করেন।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সরকারি কাজে বাঁধা ও প্রতারণার অভিযোগে আতিকুরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত জানান, ধানীসাফায় একটি চান্দিনা ভিটি নিয়ে জটিলতা ছিল। ওই এলাকার এক ব্যক্তি ভূমি অফিস থেকে ইজারা নিয়ে আতিকুর রহমানের কাছে ঘর ভাড়া দেন। দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসায়ী আতিকুর ওই ইজারা বাতিল করে তা নিজের নামে নেওয়ার পাঁয়তারা করছিলেন। তিনি এ বিষয়ে সুবিধা পাওয়ার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত