Ajker Patrika

মনোনয়ন জমা দিতে গিয়েই বিধি লঙ্ঘন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৫৮
মনোনয়ন জমা দিতে গিয়েই বিধি লঙ্ঘন

চতুর্থ ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী ও সমর্থকেরা উপজেলা পরিষদে ভিড় করছেন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ আঙিনায় মানুষের ঢল নামে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১৪ ইউনিয়ন থেকে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মিছিল নিয়ে নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। অনেক প্রার্থী মাইক বাজিয়ে ও মোটরসাইকেল মহড়া দিয়ে সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আসেন। এতে উপজেলা পরিষদের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এভাবে মনোনয়নপত্র জমা দেওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না। সর্বোচ্চ ৫ জনকে নিয়ে প্রার্থী নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এ ছাড়া নির্বাচনপূর্ব সময়ে প্রার্থী কোনো প্রকার মিছিল কিংবা শোভাযাত্রা করতে পারবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক সরকারি কর্মকর্তা বলেন, মনোনয়ন ফরম জমা দিতে যেভাবে হর্ন এবং মাইক বাজানো হয় তাতে অফিসের কাজে বিঘ্ন ঘটে।

মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে কয়েক প্রার্থীর কাছে জানতে চাইলে তাঁরা জানান, প্রার্থীদের সঙ্গে সমর্থক থাকবেই। আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন করছি না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান প্রার্থীরা কিছু মানুষজন নিয়ে এসেছেন। মহড়া ও জমায়েতের বিষয়টি আমার জানা নেই। যদি এসে থাকে তবে এটা আচরণবিধি লঙ্ঘন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত