Ajker Patrika

জেনারেটর বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১১: ১৫
জেনারেটর বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত পৌনে ১২টায় ও গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাঁরা মারা যান। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন।

নিহতরা হলেন, নাজমুল (১৮) ও শামীম (৩২)। তারা উভয়েই আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে। চিকিৎসাধীন শ্রমিকের নাম বাশার (২৮)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন। গত রোববার কারখানার জেনারেটর বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে বুধবার রাতে নাজমুল ও বৃহস্পতিবার সকালে শামীম মারা যান। নিহত শামীমের শরীর ৪৫ শতাংশ এবং নাজমুলের শরীর ৬১ শতাংশ দগ্ধ হয়েছিল। আহত বাশার ২৮ শতাংশ দগ্ধ শরীর নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্টিল মিলের সুপারভাইজার সুমন বলেন, ‘গত রোববার সন্ধ্যায় রূপগঞ্জের ভুলতা সড়কের পাশে ফ্রেশ স্টিল মিলের জেনারেটর সার্ভিসিং চলছিল। এ সময় জেনারেটর স্পার্ক করে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তিনজন দগ্ধ হন। তাঁদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’

বিস্ফোরণে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়ে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা মেডিকেলে দুজন মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তবে এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত