Ajker Patrika

বাদামের খোসায় সরস্বতীর অন্যরকম প্রতিমা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪১
বাদামের খোসায় সরস্বতীর অন্যরকম প্রতিমা

মুন্সিগঞ্জ পৌরসভার নয়াপাড়ায় বাদামের খোসা দিয়ে দেবী সরস্বতীর পূজামণ্ডপ এক অপূর্ব শৈলীতে সাজানো হয়েছে। এবার দুই দিনব্যাপী পূজা উদ্‌যাপন বরা হয়। গতকাল রোববার দেখা গেছে পূজামণ্ডপ লোকে লোকারণ্য।

শিশু বিশেষজ্ঞ ডা. দীনেশ মণ্ডলের বাড়ির আঙিনায় ‘নয়াপাড়া নবীন সংঘের’ সদস্যরা নতুন শৈল্পিক ছোঁয়ায় এ পূজামণ্ডপ তৈরি করেন।

নবীন সংঘের সাংগঠনিক সম্পাদক লোকনাথ দাস বলেন, ‘মুন্সিগঞ্জের মিরকাদিম, বেতকা মুন্সিরহাটসহ বিভিন্ন এলাকা থেকে বাদামের প্রায় ৮০ কেজি খোসা কিনে এনেছি। নবীন সংঘের সব সদস্য কাজল চন্দ্র দাসের নেতৃত্বে কাজ করেছেন। এখানে কোনো পেশাদার শিল্পী নেই। আমাদের সংঘের সদস্যরা কেউ কাঠমিস্ত্রি, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী। গেটসহ পূজামণ্ডপ তৈরিতে প্রায় দেড় মাস সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।’

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস বলেন, ‘এর আগেও আমরা ৫০ হাজার কফি কাপ দিয়ে প্রতিমা গড়েছিলাম। এবার কর্কশিট, কাঠের গুঁড়া ও দড়ি দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ও পূজার মঞ্চ। তবে প্রধান উপাদান বাদামের খোসা।’

দেবী সরস্বতী দেখতে আশা শ্রীকান্ত দাস বলেন, ‘পূজায় দেবী সরস্বতীর মূর্তি মণ্ডপে আনা হয়। শুনলাম নয়াপাড়ার মণ্ডপটি বাদামের খোসা দিয়ে তৈরি করা হয়েছে। তাই পূজামণ্ডপটি দেখতে আসছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত