Ajker Patrika

১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৫
১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ((ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, মেম্বার পদে ১৭ জন ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে ৬ জনসহ মোট ৩৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলায় দায়িত্বরত স্ব-স্ব ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদনপত্র জমা দেন।

এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জনসহ মোট ৬৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইকালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে আপীল শুনানি শেষে চেয়ারম্যান পদে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধতা পায়।

এদিকে যারা মনোয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, আশাশুনি সদর ইউপিতে সংরক্ষিত মহিলা আসনে ১ জন ও মেম্বার পদে ৩ জন। শ্রীউলা ইউপিতে চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ সরদার ও মনিরুল কবির এবং মহিলা মেম্বার ১ জন। বুধহাটা ইউপিতে চেয়ারম্যান পদে আবম মোছাদ্দেক, মহিলা মেম্বার পদে ২ জন ও মেম্বার পদে ১ জন। দরগাহপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওছাফুর রহমান ও রেজাউল করিম এবং মেম্বার পদে ১ জন।

কুল্যা ইউপিতে চেয়ারম্যান পদে হাবিবুর রহমান ও মেম্বার পদে ১ জন। খাজরা ইউপিতে চেয়ারম্যান পদে আ. রব, মহিলা মেম্বার ১ জন ও সাধারণ মেম্বার পদে ৯ জন। বড়দল ইউপিতে মেম্বার পদে ১ জন। প্রতাপনগর ইউপিতে চেয়ারম্যান পদে মোস্তফা হেলালুজ্জামান, আজিজুর রহমান ও নাছিমা খাতুন। আনুলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে আলমগীর আলম লিটন, মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

কাদাকাটি ইউপিতে চেয়ারম্যান পদে এফআরএম আসিফ ইকবাল ও শোভনালী ইউপিতে চেয়ারম্যান পদে মোনায়েম হোসেন মনোনয়ন মনোনয়নপত্র প্রত্যাহার করেছন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত