Ajker Patrika

প্রধান আসামি সাগর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৪২
প্রধান আসামি সাগর গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন বাবু হত্যা মামলার প্রধান আসামি মো. সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

তাঁর বিরুদ্ধে ১১টি মামলা আছে। এর মধ্যে তিনটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সাগর শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

মো. সোহরাব জানান, সিহাব উদ্দিন বাবু হত্যাকাণ্ডের পর থেকেই সাগর দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন। তবে মাঝেমধ্যে বগুড়ায় এসে মাদক বিক্রি করতেন।

চলতি বছরের ৩০ মে শাজাহানপুর উপজেলার সাবরুল বাজার এলাকায় বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তাঁর স্ত্রী রুমি বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাগরকে প্রধান আসামি করা হয়েছে।

গতকাল দুপুরে পুলিশ কর্মকর্তা নান্নু খান জানান, সাগর বর্তমানে থানায় আছেন। তাঁকে সিআইডির কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত