Ajker Patrika

মসজিদে ঢুকে যুবককে কুপিয়ে আহত, বিদেশে পালানোর সময় গ্রেপ্তার ১

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১০: ৫২
মসজিদে ঢুকে যুবককে কুপিয়ে আহত, বিদেশে পালানোর সময়  গ্রেপ্তার ১

বুড়িচংয়ে মসজিদে ঢুকে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত সোমবার উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজারের বাইতুর রহমান জামে মসজিদে মাগরিবের নামাজের পর এ হামলা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গতকাল মঙ্গলবার দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

কুয়েতে পালানোর সময় রফিকুল ইসলামকে (৩৫) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

এর আগে দুই ভাই রফিকুল ইসলাম ও মো. সুমনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরাবাজারের মাইক্রোবাসচালক সোলেমান মিয়া (২৯) মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। ততক্ষণে জামাত শেষ হয়ে যাওয়ায় তিনি একাই নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় কয়েকজন যুবক মসজিদে ঢুকে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সোলেমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পরে বাসিন্দারা সোলেমানকে উদ্ধার করে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কুমেক হাসপাতালে পাঠানো হয়। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত