Ajker Patrika

টাকা ফেরত পেতে মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭: ১১
টাকা ফেরত পেতে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল সোমবার দুপুরে প্রতারক কবির হোসেন ও লাভলী বেগমের বাড়িতে তাঁরা মানববন্ধন করেন। এ ঘটনায় মতলব উত্তর থানায় ভুক্তভোগী জীবন নেছা সাধারণ ডায়েরি করেন।

৩২ জনের কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা হন এই দম্পতি। তাঁরা পেশায় কৃষক ও কৃষাণী। তাঁরা গত দু’বছরে কমপক্ষে ৩২ জন নারীর নামে গ্রামীণ, ব্র্যাক ব্যাংক, এনজিও উদ্দীপন ও এসডিএফ থেকে ক্ষুদ্রঋণ নেন। এরপর তাঁরা লাপাত্তা হন।

ভুক্তভোগীরা বলছেন, বিভিন্ন সময় আমাদের সঙ্গে মিশে আমাদের নামে বই করে এনজিও থেকে টাকা তোলেন।

জানা গেছে, কবির-লাভলী দম্পতি বিভিন্ন এনজিও থেকে স্থানীয় নারীদের মাধ্যমে টাকা তুলে নিতেন। কয়েক কিস্তি চালিয়ে হঠাৎ করে পরিবার নিয়ে লাপাত্তা হন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ফজলুল হক মাস্টার, শাহজাহান মেম্বার, মানিক প্রধান, সফিকুল ইসলাম প্রধান, আরিফ প্রধান, মোস্তফা প্রধান, মুক্তার প্রধান, শিউলি বেগম, লাকী বেগম, জীবন নেছা, শাহীনূর, শাকিলা বেগম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত