Ajker Patrika

সাংবাদিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ শিক্ষা কর্মকর্তার

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ০১
সাংবাদিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ শিক্ষা কর্মকর্তার

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সাংবাদিকদের অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকেরা এর প্রতিবাদ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে দৈনিক ইত্তেফাকের দৌলতপুর উপজেলা প্রতিনিধি সালমান খান বলেন, ‘আমরা অনুষ্ঠান শুরুর সময় ছবি তুলছিলাম। তখন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান আমাদের ছবি তুলতে নিষেধ করেন এবং একাধিকবার অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। তিনি আরও বলেন, ‘‘আপনাদের ছবি প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নেবেন’’। তাৎক্ষণিক এর প্রতিবাদ করলে ওনার সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়।’

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিয়েছি এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেছি।’

এ বিষয়ে জানতে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত