মিনহাজ তুহিন, চবি
করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় ২০২১ সালের আড়াই মাস বাদে পুরো সময় বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে বছরজুড়ে নানা আলোচিত, বিতর্কিত ঘটনায় শিরোনাম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। হিসাব নিয়ামককে মারধর, ভর্তি পরীক্ষায় অনিয়ম, সহউপাচার্য নিয়োগ, অর্ধ ডজন শিক্ষকের মৃত্যু, ১২ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বহু ঘটনা ঘটেছে বিদায়ী এই বছরে। বছরজুড়ে চবিতে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনা নিয়ে আজকের এই আয়োজন।
অফিস কক্ষে মারধর: বিদায়ী বছরের ১২ জানুয়ারি দুপুরে হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরীকে তাঁর অফিসকক্ষে মারধর করে দুর্বৃত্তরা। ন্যক্কারজনক এ ঘটনাটি আলোচিত হলে তদন্তে ওই দিনই চার সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের চার দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও আজ অবধি তা জমা দেওয়া হয়নি।
ডিএনএ বারকোডিং: মার্চ মাসে ১৯টি ভেষজ উদ্ভিদের নমুনা সংগ্রহ করে প্রত্যেকটি নমুনার তিনটি জিনের জিনোম সিকোয়েন্স উন্মোচিত করে ডিএনএ বারকোডিং সম্পন্ন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকেরা। প্রত্যেকটি উদ্ভিদেরই প্রথমবারের মতো বারকোডিং করা হয়।
সহউপাচার্য নিয়োগ: রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে গত ৫ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন সহউপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পান। তাঁকে চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।
ছাত্রলীগের মারামারি: আধিপত্য বিস্তার, নেতৃত্বের দ্বন্দ্ব, আবাসিক হলের সিট দখলসহ নানা তুচ্ছ ঘটনায় গত বছরে অন্তত ৭ বার সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের বিভিন্ন উপদল। এতে প্রায় ২৫ জন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। তবে এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বহিষ্কার নাটক: ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ অক্টোবর রাতে ১২ ছাত্রলীগকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। নিয়মানুযায়ী বহিষ্কারাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে জানানোর নিয়ম। তবে রহস্যজনক কারণে ওই চিঠি দেওয়া হয় দেড় মাস পর। বহিষ্কারাদেশ চলাকালে সব ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশ দেন। গত ১৫ ডিসেম্বর প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মানবিক দিক বিবেচনায় সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
পরীক্ষায় অনিয়ম: বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। আবেদনের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত নানা অনিয়মের তথ্য পাওয়া যায়। এর মধ্যে এক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ হন। এ ছাড়া জালিয়াতির মাধ্যমে দুই শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার সংবাদ পাওয়া যায়। এসব ঘটনার তদন্তে কোনো আগ্রহ দেখা যায়নি।
অস্বাভাবিক ব্যয়: ২০২০-২১ অর্থ বছরের পুরোটা সময় ক্যাম্পাস ছিল বন্ধ। এ সময় শিক্ষার্থীরা সশরীরে অংশ নেননি শ্রেণি কার্যক্রমে। সিলগালা ছিল আবাসিক হলের কক্ষ। তবুও বেশ কিছু খাতে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়।
বাংলা চ্যানেল জয়: চবির শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন চার শিক্ষার্থী। এদের মধ্যে তিনজন বর্তমান ও একজন সাবেক শিক্ষার্থী। গত ২০ ডিসেম্বর টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে তাঁরা বাংলা চ্যানেল পাড়ি দেন।
১৬ শিক্ষকের মৃত্যু: ২০২১ সালে চবি হারিয়েছে ১৬ জন শিক্ষককে। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ছয়জন। এ ছাড়া এ বছর সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, ক্যানসার, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৬ জন শিক্ষার্থী।
ক্লাসে ফেরা: দীর্ঘ ১৯ মাস পর ১৯ অক্টোবর সশরীরে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। এর আগে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। পাশাপাশি চলতে শুরু করে শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন শাটল ট্রেনও।
ফের দায়িত্বে: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার শিক্ষক হিসেবে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসরের আনুষ্ঠানিকতার পর গত ২৯ এপ্রিল পুনরায় উপাচার্যের দায়িত্ব নেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।
সেরা চারে: স্পেনভিত্তিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের প্রকাশিত ২০২১ সালের র্যাঙ্কিংয়ে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রয়েছে চতুর্থ স্থানে।
সালতামামির অন্যান্য আয়োজন:
করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় ২০২১ সালের আড়াই মাস বাদে পুরো সময় বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে বছরজুড়ে নানা আলোচিত, বিতর্কিত ঘটনায় শিরোনাম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। হিসাব নিয়ামককে মারধর, ভর্তি পরীক্ষায় অনিয়ম, সহউপাচার্য নিয়োগ, অর্ধ ডজন শিক্ষকের মৃত্যু, ১২ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বহু ঘটনা ঘটেছে বিদায়ী এই বছরে। বছরজুড়ে চবিতে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনা নিয়ে আজকের এই আয়োজন।
অফিস কক্ষে মারধর: বিদায়ী বছরের ১২ জানুয়ারি দুপুরে হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরীকে তাঁর অফিসকক্ষে মারধর করে দুর্বৃত্তরা। ন্যক্কারজনক এ ঘটনাটি আলোচিত হলে তদন্তে ওই দিনই চার সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের চার দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও আজ অবধি তা জমা দেওয়া হয়নি।
ডিএনএ বারকোডিং: মার্চ মাসে ১৯টি ভেষজ উদ্ভিদের নমুনা সংগ্রহ করে প্রত্যেকটি নমুনার তিনটি জিনের জিনোম সিকোয়েন্স উন্মোচিত করে ডিএনএ বারকোডিং সম্পন্ন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকেরা। প্রত্যেকটি উদ্ভিদেরই প্রথমবারের মতো বারকোডিং করা হয়।
সহউপাচার্য নিয়োগ: রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে গত ৫ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন সহউপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পান। তাঁকে চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।
ছাত্রলীগের মারামারি: আধিপত্য বিস্তার, নেতৃত্বের দ্বন্দ্ব, আবাসিক হলের সিট দখলসহ নানা তুচ্ছ ঘটনায় গত বছরে অন্তত ৭ বার সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের বিভিন্ন উপদল। এতে প্রায় ২৫ জন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। তবে এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বহিষ্কার নাটক: ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ অক্টোবর রাতে ১২ ছাত্রলীগকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। নিয়মানুযায়ী বহিষ্কারাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে জানানোর নিয়ম। তবে রহস্যজনক কারণে ওই চিঠি দেওয়া হয় দেড় মাস পর। বহিষ্কারাদেশ চলাকালে সব ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশ দেন। গত ১৫ ডিসেম্বর প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মানবিক দিক বিবেচনায় সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
পরীক্ষায় অনিয়ম: বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। আবেদনের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত নানা অনিয়মের তথ্য পাওয়া যায়। এর মধ্যে এক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ হন। এ ছাড়া জালিয়াতির মাধ্যমে দুই শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার সংবাদ পাওয়া যায়। এসব ঘটনার তদন্তে কোনো আগ্রহ দেখা যায়নি।
অস্বাভাবিক ব্যয়: ২০২০-২১ অর্থ বছরের পুরোটা সময় ক্যাম্পাস ছিল বন্ধ। এ সময় শিক্ষার্থীরা সশরীরে অংশ নেননি শ্রেণি কার্যক্রমে। সিলগালা ছিল আবাসিক হলের কক্ষ। তবুও বেশ কিছু খাতে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়।
বাংলা চ্যানেল জয়: চবির শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন চার শিক্ষার্থী। এদের মধ্যে তিনজন বর্তমান ও একজন সাবেক শিক্ষার্থী। গত ২০ ডিসেম্বর টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে তাঁরা বাংলা চ্যানেল পাড়ি দেন।
১৬ শিক্ষকের মৃত্যু: ২০২১ সালে চবি হারিয়েছে ১৬ জন শিক্ষককে। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ছয়জন। এ ছাড়া এ বছর সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, ক্যানসার, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৬ জন শিক্ষার্থী।
ক্লাসে ফেরা: দীর্ঘ ১৯ মাস পর ১৯ অক্টোবর সশরীরে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। এর আগে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। পাশাপাশি চলতে শুরু করে শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন শাটল ট্রেনও।
ফের দায়িত্বে: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার শিক্ষক হিসেবে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসরের আনুষ্ঠানিকতার পর গত ২৯ এপ্রিল পুনরায় উপাচার্যের দায়িত্ব নেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।
সেরা চারে: স্পেনভিত্তিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের প্রকাশিত ২০২১ সালের র্যাঙ্কিংয়ে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রয়েছে চতুর্থ স্থানে।
সালতামামির অন্যান্য আয়োজন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪